ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুঃস্থ শিল্পীদের চলচ্চিত্র শিল্পী সমিতির ঈদ উপহার

প্রকাশিত : ১৪:০০, ২৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে জুনিয়র শিল্পীদের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকার বিএফডিসি’র শিল্পী সমিতির কার্যালয়ে প্রায় ৩০০ জুনিয়র ও দুঃস্থ শিল্পীর হাতে এসব তুলে দেওয়া হয়।

এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এফডিসির জুনিয়র ও দুঃস্থ শিল্পীরা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এজন্য আমরা ১৪৯ জন শিল্পীকে বস্ত্র উপহার দিয়েছি। আমরা প্রায় ৩০০ শিল্পীর হাতে এগুলো তুলে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘শিল্পী সমিতি সবসময় চলচ্চিত্রের শিল্পীদের কল্যাণকর ও মঙ্গলময় কাজ করে যাবে। অনেকেই পেছনে নানা কথা বলে থাকেন, সেসব কানে না নিয়ে আমরা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে এগিয়ে যেতে চাই। ইনশাল্লাহ যতদিন সংগঠনের সঙ্গে যুক্ত আছি ততদিন শিল্পীদের কল্যাণে এভাবেই কাজ করে যাবো।’

সার্বিক এই ঈদ উপহার প্রদানে বিশেষ সহায়তা করেছেন বেশ কিছু তারকা শিল্পীরা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি