ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার পরীমনি সজলের নায়িকা

প্রকাশিত : ১২:৫৪, ২৯ মে ২০১৯

Ekushey Television Ltd.

চিত্রনায়িকা পরীমনি। সিনেমায় তাকে খুব একটা দেখা যাচ্ছে না। তবে এবার একটি ওয়েব সিরিজে দেখা মিলবে তার। সিরিজটির নাম ‘পাফ ড্যাডি’। যাতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল।

দশ পর্বে নির্মিত রোমান্টিক কমেডি ঘরানার এই সিরিজটি পরিচালনা করছেন মাসুদ হাসান উজ্জ্বল।

এ বিষয়ে অভিনেতা সজল বলেন, ‘অন্যরকম একটি গল্প, যেখানে সব ধরনের মসলা পাওয়া যাবে। এখানে আমার চরিত্রের নাম সুলতান। আর পরীমনির চরিত্রের নাম টিনা। সুলতান টিনাকে ভালোবাসে। একসময় টিনাকে ঘিরেই শুরু হয় দ্বন্দ্ব।’

পরীমনি বলেন, ‘এরআগে সজল ও আমি স্টেজ শো’তে একসঙ্গে নাচ পরিবেশন করেছি। এবার তার সঙ্গে কাজ করে ভালো লাগছে।’

সজল ও পরীমনি ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করছেন আরও ৭০ জন অভিনয়শিল্পী।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি