ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী সানজারিকে এসিড নিক্ষেপ

প্রকাশিত : ১১:৩৭, ৪ জুন ২০১৯

সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারীর শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত রোববার রাত ৮টার দিকে তার উত্তরার বাসা থেকে কিছুটা দূরে কে বা কারা তার গায়ে এসিড নিক্ষেপ করে। এ ঘটনায় সানজারির হাতের কিছুটা অংশ পুড়ে গেছে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হয়।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরার বাসা থেকে কিছুটা দূরে সানজারীর পথরোধ করা হয়। এ সময় মোটরসাইকেল যোগে আসা ব্যক্তি তার শরীরে এসিড নিক্ষেপ করে। এতে তার দুহাতের কিছু অংশ পুড়ে যায়। পরে তার ভাই ও স্বজনদের মধ্যে কয়েকজন তাকে নিয়ে ঢামেকে বার্ন ইউনিটে ভর্তি করান।

বিষয়টি গণমাধ্যমকে ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়াও নিশ্চিত করেছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি