ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

একুশে টেলিভিশনে ঈদের ধারাবাহিক

প্রকাশিত : ১৯:১৩, ৫ জুন ২০১৯ | আপডেট: ১৯:১৩, ৫ জুন ২০১৯

ঈদে ছোট পর্দায় থাকছে নানান আয়োজন। বিভিন্ন টিভি চ্যানেল দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নানান ভাবে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা। সেই ধারাবাহিকতায় বসে নেই একুশে টেলিভিশনও। ঈদকে আরও রঙিন করতে এবার একুশের অনুষ্ঠানমালায় এসেছে বৈচিত্র। এই ঈদে ইটিভিতে দেখা যাবে বেশ কয়েকটি ধারাবাহিক নাটক।

এর মধ্যে রয়েছে-

নো অজুহাত :

ঈদের দিন থেকে ৭ দিন দেখা যাবে নাটকটি। প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট প্রচার হবে এটি। ‘নো অজুহাত’ রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। এতে অভিনয় করেছেন- জাহিদ হাসান, সাজু খাদেম, জামিল, নাবিলা, রুনা খান, মনিরা মিঠু।

মিস্টার রোমিও :

নাটকটি ঈদের দিন থেকে টানা ৭ দিন দেখা যাবে। এটি প্রচারিত হবে রাত ৯টা ২০ মিনিটে। ‘মিস্টার রোমিও’ নাটকটি রচনা করেছেন গোলাম সারওয়ার অনিক। এটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। এতে অভিনয় করেছেন- অপূর্ব, জাকিয়া বারী মম, জনি, মিষ্টি জান্নাত।

কোট পরা ভদ্রলোক :

ঈদের দিন থেকে টানা ৭ দিন দেখা যাবে ‘কোট পরা ভদ্রলোক’ নাটকটি। এটি রাত ১০টায় প্রচার করা হবে। এটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। অভিনয় করেছেন- মোশাররফ করিম, ইরেশ যাকের, তমা মির্জা, রোবেনা রেজা জুঁই।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি