ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বিশ্বকাপে ফাইনাল খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড : শবনম বুবলী

প্রকাশিত : ১৬:০৩, ৮ জুন ২০১৯

ঢালিউডের ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। ঈদে তার নতুন সিনেমা ‘পাসওয়ার্ড’ মুক্তি পেয়েছে। সিনেমার প্রচার নিয়ে এমূহুর্তে ব্যস্ত রয়েছেন তিনি। তাই ব্যস্ততার জন্য বিশ্বকাপ ক্রিকেটের সব ম্যাচ দেখতে পারেন না। তবে সবসময় খোঁজখবর রাখেন।

আজকের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমি চাই এবারে বাংলাদেশ ও ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনাল খেলুক। আর একটা কথা বলে রাখি, যেহেতু ঈদে আমার সিনেমা ‘পাসওয়ার্ড’ ও বিশ্বকাপ দুটোই চলছে। তাই দুটোই সমান গুরুত্ব দিয়ে দেখুন। দেশকে ভালোবাসুন।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটের কথা বলতে এসে নিজের সিনেমার ক্যাম্পেইন করে ফেললাম। হাঃ হাঃ হাঃ! যাই হোক, বাংলাদেশের বাইরে আমার ফেবারিট দল এবারে ইংল্যান্ড। আর আমি চাই, এবার এমন কেউ বিশ্বকাপ পাবে যারা আগে কখনো পাইনি। আমি তো মনে করি এখন সর্বকালের সেরা ক্রিকেট টিম নিয়ে খেলছে বাংলাদেশ। তাই প্রত্যাশা অনেক।’

বুবলী বলেন, ‘আমি এরই ভেতরে আমার বন্ধুদের সঙ্গে বাজি ধরে রেখেছি। দেখা যাক। আমি বলেছি বাংলাদেশ ফাইনাল খেলবে। আমার এক বন্ধু বলেছে সেমি ফাইনালে আটকে যাবে। তবে আমিই জিতব ইনশা আল্লাহ।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি