ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নুসরাতের স্বামীকে জড়িয়ে ধরলেন মিমি!

প্রকাশিত : ১১:১৪, ২৫ জুন ২০১৯ | আপডেট: ১১:৪৮, ২৫ জুন ২০১৯

ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছেন টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। গত ১৯ জুন তুরস্কের বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপলাংকায়া’ হোটেলে জাকজঁমক আয়োজনের মাধ্যমে বিয়ে হয় তাদের।

এই অনুষ্ঠানে টালিউড থেকে একমাত্র আমন্ত্রিত ছিলেন নুসরাতের প্রিয় বান্ধবী মিমি চক্রবর্তী।

বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। তাতে আনন্দ করবেন না, হয় নাকি? ব্যতিক্রম নন অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

নুসরাত এবং নিখিলের সঙ্গে আলাদা আলাদা ছবি শেয়ার করেছেন মিমি। ক্যাপশনে লিখেছেন, ‘আ জার্নি টু রিমেম্বার। এক সঙ্গে সুখে থাক তোমরা।’

‘এনজেঅ্যাফেয়ার’। এটাই ছিল নিখিল এবং নুসরাতের বিয়ের সোশ্যাল ওয়ালে ব্যবহৃত হ্যাশট্যাগ। মূল অনুষ্ঠানের ডিজাইনেও ব্যবহার হয়েছে এই বিশেষ হ্যাশট্যাগ।

আরেকটি ছবিতে দেখা যায়, নুসরাতের স্বামী নিখিলকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

পেশায় ব্যবসায়ী নিখিলের সঙ্গে নুসরাতের কাজের মাধ্যমেই আলাপ। পরে তা গড়ায় গভীর বন্ধুত্বে। দুই বাড়ির সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। ২৫ জুনের পরে আইনি মতে বিয়ে সারবেন নুসরাত-নিখিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি