‘ফিট ইন্ডিয়া’ আন্দোলনে সালমান খান
প্রকাশিত : ১০:২১, ৫ জুলাই ২০১৯ | আপডেট: ২০:৩১, ৫ জুলাই ২০১৯
বলিউড সুপারস্টার সালমান খান। শরীর নিয়ে তার দারুণ সচেতনতা। সিনেমাতে তার পেশীবহুল শরীর দর্শকদের মুগ্ধ করে। ফিটনেস সচেতন এই তারকা এবার নতুন মিশনে নামছেন। এবার তিনি ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলনে সামিল হলেন। ২০২০ সালের মধ্যে ভারতজুড়ে তিনশ’ জিমনেসিয়াম খুলতে যাচ্ছেন ভাইজান। যা ভারতের প্রায় সব শহরে প্রতিষ্ঠা করা হবে।
সাল্লু জিম ফ্র্যাঞ্চাইজির নাম দিয়েছেন ‘এসকে-২৭’। এর লক্ষ্য হলো সবাইকে আকর্ষণীয় শরীর-সৌষ্ঠব ও সুস্বাস্থ্যবান হিসেবে গড়ে তোলা। এছাড়া ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ভারতজুড়ে ফিটনেস প্রশিক্ষক এবং উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সালমান চলতি বছরের এপ্রিলে ফিটনেস সরঞ্জামের ব্র্যান্ড ‘বিং স্ট্রং’ বাজারে আনেন। মাত্র তিন মাসের মধ্যেই ভারতজুড়ে ১৭৫টিরও বেশি ব্যায়ামাগারে এগুলো সংযোজন করা হয়েছে। ব্যায়ামপ্রেমী মানুষের মাঝে এটা বেশ সাড়া ফেলেছে। এটি এখন ভারতের সবচেয়ে জনপ্রিয় ফিটনেস ইক্যুপমেন্ট ব্র্যান্ড।
এসএ/