ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় রানারআপের খবর ভুয়া, ক্ষুব্ধ নোবেল

প্রকাশিত : ১২:০৬, ৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার ছেলে মঈনুল আহসান নোবেল। ওপার বাংলার জনপ্রিয় সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছেন তিনি। এমন খবর প্রকাশ পেয়েছে এবং সেই সঙ্গে এ সংক্রান্ত কিছু ভিডিও ভাইরাল হয়েছে। এই ফাঁস হওয়া ফলাফলে ক্ষুব্ধ নোবেল ভক্তরা।

খবর বেরিয়েছে—ঢাকার ছেলে মঈনুল আহসান নোবেল এ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছেন। অথচ নোবেল বললেন ভিন্ন কথা।

তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না, বলতেও চাই না। এখনো ফাইনাল পর্বের শুটিং হয়নি। টিভিতে প্রচার হবে ২৮ জুলাই। তার আগে শুটিং হবে। তখন তো জানতেই পারবেন সবকিছু।’

নোবেল সম্প্রতি ঢাকায় ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’-এর বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এছাড়া একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সাক্ষাৎকারেও নোবেল বলেছেন, ‘ফাইনালের শুটিং এখনও হয়নি।’

উল্লেখ্য, ‘সারেগামাপা’র মঞ্চে একের পর এক ধামাকা পারফর্মেন্সের সুবাদে দুই বাংলাতেই এখন পরিচিত মুখ নোবেল। তার মায়াবী কণ্ঠস্বরে বুঁদ গানপ্রিয় বাঙালি। রকস্টার সুলভ তার গায়কীও বেশ প্রশংসিত। ভক্তদের প্রত্যাশা এই প্রতিযোগিতার এবারের আসরে চ্যাম্পিয়ন হবেন তিনি। কিন্তু নোবেল সেটা নিয়ে ভাবছেন না। তিনি ভাবছেন নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি