ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গায়ে আগুন লেগে আহত পপি

প্রকাশিত : ১১:৫৭, ৭ জুলাই ২০১৯

অভিনয় করতে গিয়ে গায়ে আগুন লেগে আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী চিত্রনায়িকা পপি। তিনি নিজেই গণমাধ্যমে এ কথা জানিয়েছেন।

‘ক্যান্ডেল লাইট’ নামে টেলিছবির শুটিং করতে গিয়ে তার গায়ে আগুন লাগে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি ‘ক্যান্ডেল লাইট’ নামে টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। এর শুটিং চলাকালীন সেটেই আগুন লাগে। প্রথমে জামায় আগুন লাগে। সবার আন্তরিকতায় অল্পের মধ্যেই শেষ হয়েছিল ব্যাপারটা। খুব বাজে কিছু হয়নি।

পপি জানান, ‘ওইদিন শুধু আমার নয়। আমাদের পরিচালক শাহীন সুমন ভাইয়েরও আগুনে হাত পুড়ে গিয়েছিল। তবে আল্লাহর রহমতে সবাই নিরাপদে আছি, সুস্থ আছি। আপাতত বিশ্রামে রয়েছি চিকিৎসকের পরামর্শে।’

উল্লেখ্য, পরিচালক শাহীন সুমনের এই ‘ক্যান্ডেল লাইট’ টেলিছবিটিতে পপির সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক আমিন খান।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি