ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ ঢাকার মঞ্চ মাতাবেন অঞ্জন দত্ত

প্রকাশিত : ১১:০৮, ৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। তিনি আজ ঢাকার মঞ্চ মাতাবেন। তবে গানে নয়, তাকে আজ ঢাকার দর্শক দেখবে নতুন রূপে। সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চ নাটক নিয়ে হাজির হবেন ওপার বাংলার জনপ্রিয় এই তারকা।

অঞ্জন দত্ত নির্দেশিত ও অভিনীত নাটক ‘সেলসম্যানের সংসার’ দেখা যাবে আজ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘অঞ্জনযাত্রা’ বইয়ের লেখক সাজ্জাদ হুসাইন।

তিনি বলেন, ‘মঞ্চ নাটকে অংশ নিতে সোমবার ঢাকায় আসেন অঞ্জন দত্ত। আজ সন্ধ্যায় শিল্পকলায় প্রদর্শিত হবে নাটক ‘সেলসম্যানের সংসার’। নাটক শেষে ছাপাখানার ভূত থেকে প্রকাশিত হবে তার নাট্যজীবন নিয়ে বই ‘নাট্যঞ্জন’। পাশাপাশি গুণী এই শিল্পী তার বর্ণাঢ্য জীবন নিয়েও কথা বলবেন। দর্শকদের অনুরোধে অনুষ্ঠানে তিনি দু’একটি গানও গাইবেন।’

এদিকে, আর্থার মিলারের ‘ডেথ অব আ সেলসম্যান’ অবলম্বনে ‘সেলসম্যানের সংসার’ তৈরি করেছেন অঞ্জন দত্ত নিজেই। নাটকে মধ্যবিত্ত সমাজের সংকট ধরতে চেয়েছেন পরিচালক। সাংসারিক দিক থেকে সমাজ বা রাজনীতিকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই নির্মিত হয়েছে নাটকটি। এতে উইলি লোম্যানের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত নিজেই।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি