ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বিয়ে করলেন অভিনেত্রী ঈশানা

প্রকাশিত : ১৪:০৯, ১১ জুলাই ২০১৯

অভিনেত্রী ঈশানা খান। বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল, শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। অবশেষে বিয়েটা সেরে ফেললেন তিনি। বুধবার আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

রিয়্যালিটি শো থেকে পরিচিতি পাওয়া ঈশানার বরের নাম সারিফ চৌধুরী। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী এবং পেশায় একজন টেলিকম প্রকৌশলী। যার সঙ্গে ঈশানার সম্পর্ক দুই বছরের।

এরই মাঝে ঈশানা ৬ জুলাই সোশ্যাল মিডিয়ায় লেখেন ‘আলহামদুলিল্লাহ’। যেখানে তার ঘনিষ্ঠজনেরা নতুন জীবনের কথা উল্লেখ করে শুভ কামানা জানান।

জানা গেছে, ৬ জুলাই ইশানা-সারিফের বাগদান হয়। এরপর বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। কিছুদিনের মধ্যে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবার স্বামী সারিফের সঙ্গে সিডনি যাচ্ছেন ঈশানা। সেই সঙ্গে সংসারের জন্য আপাতত অভিনয়কে ছুটি জানিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন ঈশানা। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি