ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অভিনেতা গাংগুয়া আইসিইউতে

প্রকাশিত : ০৮:৪৬, ১৩ জুলাই ২০১৯ | আপডেট: ২২:৪৫, ১৪ জুলাই ২০১৯

ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা পারভেজ গাংগুয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি আইসিইউ’তে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্ট্রোক করলে তার ডান পাশ অবশ হয়ে যায়। প্রথমে তাকে রাজধানীর বারডেমে ভর্তি করা হয়। পরে হৃদরোগে আক্রান্ত হলে গাংগুয়াকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

এদিকে পারভেজ গাংগুয়ার মেয়ে ফেসবুকে তার বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমি পারভেজ গাঙ্গুয়ার মেয়ে সবার কাছে আব্বুর জন্য দোয়া চাইছি। আমার আব্বু হসপিটালে এডমিট, এখন ব্রেইন ইটার্নাল ব্লিডিং হয়েছে। প্লিজ ‘প্রে ফর হিম।’

উল্লেখ্য, গাংগুয়া প্রথমে মঞ্চে অভিনয় শুরু করেন। পরে অভিনেতা জসিমের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন। তার কাছেই ফাইট শেখেন। তার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘রাজা বাবু’। এছাড়াও অসংখ্য ছবিতে তিনি অভিনয় করেছেন।

এমএইচ/ এসএ//

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি