ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শাকিবের ছবি থেকে যে কারণে বাদ পড়লেন মৌসুমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১৮ জুলাই ২০১৯

বদিউল আলম খোকনের পরিচালনায় শাকিব খান ও জাহারা মিতুর নতুন চলচ্চিত্র ‘আগুন'। যেখানে অভিনয় করার কথা ছিলো আমিন খান ও মৌসুমীর। কিন্তু সেই ছবি থেকে বাদ পড়লেন তারা দুজনেই।

বদিউল আলম খোকন জানালেন, ছবিটিতে সত্যিই থাকছেন না তারা। কারণ হিসেবে বললেন, ‘‘গল্পে কিছুটা পরিবর্তন আনার কারণে ‘আগুন ছবিতে থাকছেন না আমিন ও মৌসুমী।’’

তবে ওমর সানী-মৌসুমী দম্পতির ভাষ্য, ছবিটি প্রসঙ্গে তারা কিছুই জানেন না। পত্রিকার মাধ্যমে মৌসুমী চলচ্চিত্রটির বিষয়ে জানতে পারেন।

ওমর সানী বলেন,‘‘এমন ঘটনা সত্যিই ঠিক হয়নি। এখন যদি সে বলে, চিত্রনাট্যের কারণে মৌসুমী ও আমিন খান থাকছেন না, তাহলে তার আনুষ্ঠানিকভাবে ‘সরি’ বলা উচিত।’’

অন্যদিকে চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে আমিন খান বলেন, ‘এই ছবির বিষয়ে অনেক দিন আগে খোকন ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি তখনই তাকে অভিনয় করবো না বলে জানিয়ে দিয়েছি। তারপরও দেখলাম, সংবাদ মাধ্যমগুলোতে আমার অভিনয় করার কথাটি লেখা হচ্ছে। আমি তো শুরুতেই না করে দিয়েছি। তারপরও আমার নামটি জড়ানো ঠিক হয়নি।’

জানা গেছে, চলতি মাসের শেষে ‘আগুন’ ছবির শুটিং শুরু হবে। দেশবাংলা মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন কমল সরকার।

এনএম/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি