ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

স্বামীকে নিয়ে দরগা শরীফে নুসরাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৯ জুলাই ২০১৯

নুসরাত জাহান। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। সেই সঙ্গে লোকসভা নির্বাচনে নির্বাচিত সাংসদ। সম্প্রতি তিনি বিয়ে করেছেন। মুসলিম ঘরের মেয়ে হয়েও হিন্দু রীতিতে অমুসলিমকে বিয়ে করেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, হিন্দু নারীদের মতো সিঁদুর পরে চলাফেরাও করছেন রীতিমত। যা নিয়ে কঠর সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। এবার স্বামী নিখিল জৈনকে সঙ্গে নিয়ে খাজা হজরত নিজামুদ্দিনের দরগা শরীফে গেলেন টালিউড সুন্দরী।

আর সেই দরগা থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিখিল। সেখানে তিনি লিখেছেন- ‘ভগবান সর্বত্র। তুমি কোথায় তাকে খুঁজে পাবে তা নির্ভর করছে তোমার উপর। আমি তোমার মধ্যেই আমার ভগবানকে খুঁজে পেয়েছি।’

প্রসঙ্গত, নুসরাত শুধু টালিউড নয়, বাজিমাত করেছেন ভারতের লোকসভা নির্বাচনেও। মমতা ব্যানার্জির দলের হয়ে পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে তিনি এবারে সাংসদ নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি তুরস্কের বোদরুমে বিয়ে করেছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিন জৈনকে। এরপর কলকাতার আইটিসি রয়্যালে হয়েছে গ্র্যান্ড রিসেপশন। সেখানে উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। সেই সঙ্গে রাজনৈতিক জগতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি