ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুজব বন্ধে শিল্পীদের ভিডিও বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ২৪ জুলাই ২০১৯ | আপডেট: ১৫:২৬, ২৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

‘ছেলেধরা’ গুজবে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে হত্যা হয়েছে ৩০ জনের ওপরে। সারাদেশে এখনও আতঙ্ক বিরাজ করছে। সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এবার গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলেন শোবিজ অঙ্গনের তারকারা। নিজেদের উদ্যোগে তারা প্রকাশ করলেন একটি ভিডিও বার্তা।

পান্থ শাহরিয়ারের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পিকলু চৌধুরী। এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, সংগীতশিল্পী তাহসান, বেলাল খান, সিঁথি সাহা, অভিনয়শিল্পী তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ,  হিল্লোল, নাদিয়া, নওশীন, এফএস নাঈম, সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আবৃত্তিকার শিমুল মোস্তফা, মাসুদুজ্জামান ও নাট্যকার পান্থ শাহরিয়ার।

এ বিষয়ে নির্মাতা পিকলু চৌধুরী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে ভিডিওটি তৈরি করা। কারণ সবাই মিলে যে কোনও গুজব প্রতিরোধ জরুরি। ভিডিওটিতে যারা অংশ নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ভিডিও বার্তাটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে।

নির্মাতা পিকুল জানান, ভিডিওটি কপিরাইট ফ্রি রাখা হয়েছে। ফলে যে কেউ চাইলে এটি নির্দ্বিধায় সোশ্যাল মিডিয়ায় আপলোড ও যে কোনও টিভি-রোডওতে প্রকাশ করতে পারবেন।

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি