ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোদী সরকারের বিরুদ্ধে সরব নুসরাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২৫ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান। প্রথমবারের এই সাংসদ কেন্দ্রের সমালোচনায় বারবারই সরব থেকেছেন। গতকাল আবারও ট্যুইট করে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী। তিনি কবি ইকবালের কবিতা উদ্ধৃত করে বলেন- ‘কোনও ধর্ম একে অপরের মধ্যে হিংসা ছড়ানো শেখায় না। এগুলো মানুষের মস্তিষ্কপ্রসূত।’

ভারতের অখণ্ডতাকে ভাগ করার চেষ্টা হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

নুসরাত বলেন, ‘৪৯ জন বুদ্ধিজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তারাই দেশের প্রকৃত ভালো চান।’
নুসরাত তাদের সমর্থন করেন বলেও জানান।

তৃণমূলের এ সাংসদের মতে জয় শ্রী রাম ধ্বনির ধুয়ো তুলে দেশে আর্তনাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে।  এই ধ্বনি মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। এদিন গণপিটুনিতে অভিযুক্তদের কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

নুসরাত বলেন, ‘তথাকথিত গোরক্ষকরা খাবারের নামে, ধর্মের নামে বিভেদ তৈরি করে চলেছে। অথচ আশ্চর্যভাবে দেশের কেন্দ্র সরকার চুপ। সব দেখেও কোনও ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেই।’

নুসরাতের দাবি- এই গোরক্ষকরা গরু পাচার, গোমাংস খাওয়ার নামে তাণ্ডব চালায়। এই সব গোরক্ষকরা আসলে জঙ্গি। যারা দেশের মধ্যে থেকে অশান্তি তৈরি করে চলেছে। এরা সবাই দেশের শত্রু। এদের একযোগে মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বুধবার ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নানা ক্ষেত্রে খ্যাতিমান বিশেষ ব্যক্তিত্বরা উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাদের মধ্যে ছিলেন- অপর্ণা সেন, কৌশিক সেন, গৌতম ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়দের মত ব্যক্তিত্ব। আরও ছিলেন- চিত্র পরিচালক কেতন মেহতা, অঞ্জন দত্ত, অনুপম রায়, আদুর গোপালকৃষ্ণণ, রূপম ইসলাম, ঋদ্বি সেন, ঐতিহাসিক রামচন্দ্র গুহ, সংগীতশিল্পী শুভা মুদগলরা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি