ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

মহিলা সমিতিতে আজ ‘আমিনা সুন্দরী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২৬ জুলাই ২০১৯ | আপডেট: ১১:০০, ২৬ জুলাই ২০১৯

রাজধানীর নাটক সরণির (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আজ সন্ধ্যায় মঞ্চায়িত হবে থিয়েটার আর্ট ইউনিট প্রযোজিত নাটক ‘আমিনা সুন্দরী’। নাটকটির আজ ৭৯তম মঞ্চায়ন হবে।

চট্টগ্রামের অমর লোককাহিনি নছর মালুম ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে নাটকটি লিখেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব এস এম সোলায়মান এবং মঞ্চ নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

থিয়েটার আর্ট ইউনিট ২০০৭ সালে মঞ্চে নিয়ে আসে নাট্য প্রযোজনা ‘আমিনা সুন্দরী’। এরপর দেশ-বিদেশে নাটকটি প্রশংসা কুড়িয়েছে।

বাঙালি নারীর প্রেম ও পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনা এ নাটকের মূল উপজীব্য।

নির্দেশক রোকেয়া রফিক বেবী বলেন, ‘আমিনা সুন্দরী আমার কাছে কোন সময়ের গল্প নয়, সবকালে পৃথিবীর সব প্রান্তেই এ গল্প সত্যনিষ্ঠ । তাই এক আমিনার গল্পে আমি উপস্থাপন করেছি বহু আমিনার গল্প। আমিনা সুন্দরীর গল্প এ নাটকে তুলে আনা হয়েছে হাজার নারীর গল্প হিসেবে।’

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি