ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চিত্রনায়ক জায়েদ খানের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৩০ জুলাই ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সাধারণ সম্পাদক, চিত্রনায়ক জায়েদ খান। আজ ৩০ জুলাই তার জন্মদিন। একুশে টেলিভিশনের পক্ষ থেকে তার জন্মদিনে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

জায়েদ খানের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘তোকে ভালোবাসতেই হবে’, ‘প্রেম করবো তোমার সাথে’ ও ‘আত্মগোপন’ ‘জমিদার বাড়ির মেয়ে’, ‘পাপের প্রায়শ্চিত্য’, ‘মন ছুয়েছে মন’, ‘রিক্সাওয়ালার ছেলে ও কাজের ছেলে’ এবং তার প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর জ্বালা’।

জায়েদ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে সবার মাঝে এক আলোড়ন সৃষ্টি করেছেন। প্রযোজক মাহমুদ হক শামীমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে কাজ করার সুযোগ পান জায়েদ খান। যদিও তার প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা ভালোবাসা’। মুহাম্মদ হান্নান পরিচালিত এ সিনেমাতে শাবনূর ও রিয়াজের সঙ্গে সহ-নায়ক হিসেবে অভিনয় করেন তিনি।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি