ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ওবায়দুল কাদেরের ফ্যান শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ৩০ জুলাই ২০১৯

হয়ে গেলো শাকিব খানের নতুন সিনেমা ‘আগুন’র মহরত। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। যেখানে ঢালিউডের কিং খানের ভক্ত ও অনুসরির সংখ্যা অগনিত, সেখানে সেই কিং খানই নাকি একজনের দারুণ ফ্যান।

মহরত অনুষ্ঠানে এমনটিই জানালেন ঢাকাই চলচ্চিত্রের কিং খান শাকিব।

তিনি বলেন, ‘আমি তার (মন্ত্রী ওবায়দুল কাদের) ফ্যান। তার কথার ফ্যান। তিনি এত চমৎকার করে কথা বলেন!’

গতকাল সোমবার ‘আগুন’ সিনেমার মহরতে এসব বলেন তিনি।

শকিব আরও বলেন, ‘গত ঈদে আমার একটি সিনেমা মুক্তি পেয়েছিল, নাম ‘পাসওয়ার্ড’। সিনেমাটি ব্যবসায়িকভাবে কেমন নাড়া দিয়েছে তা আমরা সবাই জানি। এটি এতটাই ভালো করেছে যে, এখন সবাই বলছে, চলো চলচ্চিত্র বানাই। আমরা দেশে বসেই ইন্টারন্যাশনাল মানের সিনেমা বানাতে পারি। বাংলাদেশে বসেও ইন্টারন্যাশনালি দেশের সিনেমা কেমন করছে, তা একদিন দেখতে পারব। ইন্টারন্যাশনালি আমরা দেশকে কীভাবে প্রেজেন্ট করছি- তাও একদিন দেখতে পারব।’

এদিকে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আগুন’ কেমন আগুন ছড়াবে আমি জানি না। তবে সিনেমাটির জন্য শুভ কামনা থাকলো। চলচ্চিত্র নিয়ে সবাই বলেন ভীষণ দুর্দিন যাচ্ছে বাংলা সিনেমার। আমি সেটা মনে করি না। আমাদের একজন শাকিবের মতো নায়ক আছে। আরও অনেক কিছু আছে আমাদের। এফডিসিকে আমরা ঢেলে সাজাবো। আমরাও টাইটানিকের মতো সিনেমা বানাবো।’

উল্লেখ্য, দেশ মাল্টিমিডিয়া প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘আগুন’। এতে অভিনয় করবেন- শাকিব খান, জাহারা মিতু, মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি