ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ডেঙ্গুতে আক্রান্ত নায়ক আলমগীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ৩০ জুলাই ২০১৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার অসুস্থ হয়ে পড়লে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

নায়ক আলমগীর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর তিনি গনমাধ্যমকে জানান। তিনি বলেন, এখন আগের চেয়ে সুস্থ আছি। আরো দুই-তিনদিন হাসপাতালে থাকতে হবে। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে এক মানববন্ধনে নায়ক জায়েদ খান বলেন, ‘ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়ছে। আমাদের সবার প্রিয় নায়ক আলমগীর ভাইও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তবে ভয়ের কিছু নেই। তিনি এখন কিছুটা ভালো আছেন। সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি