ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

এবারও ঈদে গান নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১ আগস্ট ২০১৯ | আপডেট: ১৬:০২, ১ আগস্ট ২০১৯

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের গান মানেই অন্যরকম উত্তেজনা। প্রতি ঈদেই তিনি নতুন নতুন গান নিয়ে হাজির হন। পূর্বের ঈদগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আসছে কোরবানি ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে অনুষ্ঠানটি।

খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে বেশ কয়টি গানের রেকর্ডিং ও ভিডিও ধারণ শেষ হয়েছে।

জনপ্রিয় গীতিকবিদের লেখা গানগুলোতে সুর ও সংগীতায়োজনেও থাকবে চমক। থাকবে মেলোডি ধাঁচের প্রেম-বিরহের কিছু গান।
অনুষ্ঠানের সবগুলো গান চূড়ান্ত হলে এর নামকরণ হবে। এটিএন বাংলা প্রত্যাশা করছে, গেল দুই বারের মতো গান দিয়ে এবারের ঈদও মাতিয়ে রাখবেন ড. মাহফুজুর রহমান।

প্রসঙ্গত, ২০১৭ সালে কোরবানির ঈদে প্রথম গান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। তার কণ্ঠে একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর রাতারাতি সেটি ভাইরাল হয়ে যায়। আলোচনা, সমালোচনায় ভেসে যান তিনি। তবে যে যাই বলুক- নিজের গান ও গায়কীর প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। সমালোচনাকে উড়িয়ে দিয়ে গেয়ে গেছেন গান। এখন প্রতি বছরই তিনি গান নিয়ে হাজির হচ্ছেন নিজের চ্যানেলে। মজা করে হোক, অথবা ভালোবেসে, কোথাও কোথাও তার গান প্রচরের সময় যাতে বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকে তার জন্য মানববন্ধনও করা হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি