ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

‘নারীর ক্ষেত্রে তো হিন্দু মুসলিম দেখেন না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৫, ১ আগস্ট ২০১৯

জোম্যাটো নামক অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার একজন মুসলিম ডেলিভারি বয়ের হাত থেকে খাবার নিতে চাননি অমিত শুক্লা নামে এক গ্রাহক। তারই প্রতিবাদে এবার সোস্যাল মিডিয়ায় সরব হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। শুধু সরবই নয়, রীতিমত বোমা ফাটালেন টালিগঞ্জের এই অভিনেত্রী।

তসলিমা নাসরিন ও প্রিয়াঙ্কা চোপড়া সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা অমিত শুক্লার পুরনো কিছু টুইটের ভিত্তিতেই তাকে সমালোচনার তীরে বিদ্ধ করলেন স্বস্তিকা। নিজের টুইটার একাউন্টে অমিত শুক্লা নামে ওই ব্যক্তির কাছে স্বস্তিকা প্রশ্ন তোলেন, মহিলাদের স্তন নিয়ে যখন এ ধরনের (কদর্য) মন্তব্য করেন, সেক্ষেত্রে যখন ধর্মের বিচার করেন না, তাহলে খাবারের ক্ষেত্রে কেন?

জানা গেছে, গত মঙ্গলবার মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা অমিত শুক্লা অনলাইনে জোমাটো অ্যাপসে খাবারের অর্ডার দিয়েছিলেন। তাকে খাবার পাঠানোর দায়িত্ব মুসলিম এক ডেলিভারি বয়কে দিয়েছিল জোমাটো। এরপর অমিত শুক্লা টুইটারে লেখেন, হিন্দু বয় না দেয়ায় খাবারের অর্ডার বাতিল করলাম। জোর করে ডেলিভারি দিতে পারেন না। তারা অস্বীকার করায় রিফান্ডও চাইনি।

এরপরই ওই গ্রাহককে জোমাটো জানায়, খাবারের কোনো ধর্ম নেই- এটাই ধর্ম। 

এই ঘটনা ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এবার সেই ঘটনা প্রসঙ্গেই মুখ খুলেছেন টলি পাড়ায় সাহসী ও ঠোঁটকাটা বলেই পরিচিত স্বস্তিকা। অমিতা শুক্লাকে ছেড়ে কথা বলেননি তিনি। 

এর আগে লেখিকা তসলিমা নাসরিন এবং প্রিয়াঙ্কা চোপড়ার যৌনাঙ্গ নিয়ে কুরুচিকর মন্তব্য করতেও ছাড়েননি মধ্যপ্রদেশের জবলপুরের এই বাসিন্দা। 

গত ৩১ জুলাই রাত থেকে সোশ্যাল সাইটে ভাইরাল হয় অমিত শুক্লার সেই টুইটের স্ক্রিনশট। যাতে তসলিমা নাসরিন সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেন অমিত। তার স্তন নিয়ে কথা বলেন তিনি। শুধু সেটাই নয়, এর পরেও অন্যান্য ভারতীয় অভিনেত্রীদের, বিশেষত প্রিয়াঙ্কা চোপড়ার সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন অমিত। যৌনাঙ্গের গঠন ভাল হলে যে কোনও মেয়েই সেলেব্রিটি হতে পারেন বলেও মন্তব্য করেন অমিত।

@taslimanasreen well i will say you have grt boobs hope you like my comment

— Amit Shukla @NaMo_SARKAAR

এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে টুইটারেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, মহিলাদের যৌনাঙ্গ নিয়ে মন্তব্য করার সময় এই ব্যক্তি হিন্দু-মুসলমানে ভেদাভেদ করেন না। কিন্তু খাবারের ডেলিভরি বয় তার হিন্দু চাই। তবে অমিত শুক্লার কোনও টুইটই আর দেখা সম্ভব নয়, কারণ তার অ্যাকাউন্টটি আর সর্বসাধারণের জন্য খোলা নেই। টুইটারে একমাত্র অমিত শুক্লার ফলোয়াররাই তার টুইট দেখতে পাবেন এবার থেকে।

So this creep Amit Shukla Namo Sarkar is obsessed with boobs. Doesn’t mind Hindu boobs or Muslim boobs. But when it comes to #food he needs a Hindu delivery boy. Shudnt we ban such creeps from all places of service ?! #JustAsking pic.twitter.com/DEtYnlI4Z9

— Swastika Mukherjee (@swastika24) July 31, 2019

এদিকে স্বস্তিকার সমর্থনে এগিয়ে এসেছেন নেটিজেনরাও। অনেকেই স্পষ্টবক্তা স্বস্তিকার এই প্রতিবাদের প্রশংসা করেছেন। এমনকি অমিত শুক্লা নামে ওই ব্যক্তিকে তীব্র সমালোচয় তুনোধুনো করে ছেড়েছেন।

এনএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি