ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সন্তানদের নিয়ে চিন্তিত সানি লিওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২ আগস্ট ২০১৯

সানি লিওন-ড্যানিয়েল ওয়েবার। দুজনের সংসারে তিন সন্তান। এর মধ্যে মহারাষ্ট্রের লাতুর থেকে নিশাকে দত্তক নিয়েছিলেন সানি। নিশার পর তার জীবনে আসে নোয়া এবং এশার। স্বামী এবং ৩ সন্তানকে নিয়ে সুখের সংসার তার। কিন্তু নিশা, নোয়া এবং এশারকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন সানি। কারণ একটাই, সন্তানদের দিকে পাপরাতজির অত্যাধিক নজরদারি। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না বলিউড অভিনেত্রী।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সানি লিওন জানান, নিশা, নোয়া এবং এশারকে নিয়ে যখন বাইরে বের হন, সেই সময় তাদের ওপর বেশি ক্যামেরার ফ্ল্যাশ পড়লে তিনি খুব বিরক্ত হন। পাপারাতজির এমন ব্যবহার মাঝে মধ্যে তার অদ্ভুদ বলেও মনে হয়।

এদিকে বর্তমানে দুটি টালিভিশন শো-এর শুটিং নিয়ে ব্যস্ত সানি লিওন। টেলিভিশন শো-এর পাশাপাশি পরবর্তী সিনেমার কাজও শুরু করেছেন বলিউডের এই অভিনেত্রী। তবে নিজের প্রযোজনা সংস্থার সঙ্গেই পরবর্তী সিনেমার শুটিং শুরু করেছেন বলে জানান সানি।

সূত্র : জি নিউজ

এসএ/
 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি