ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

উপস্থাপনায় অনন্ত-বর্ষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ২ আগস্ট ২০১৯ | আপডেট: ১৯:২০, ২ আগস্ট ২০১৯

চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা এবার ঈদের একটি বিশেষ অনুষ্ঠানে একই সঙ্গে অতিথি এবং উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন।

ইতিমধ্যে অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রথম ধাপে উপস্থাপনার দায়িত্বে থাকবেন চিত্রনায়িকা বর্ষা, সেখানে তার অতিথি হিসেবে কথা বলবেন নায়ক অনন্ত জলিল।

অনন্ত অনুষ্ঠানে তার ছোট বেলার ঈদ স্মৃতি, প্রেম-ভালোবাসা, জীবনে পাওয়া না পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেন। পাশাপাশি কথা বলেন আপকামিং সিনেমা 'দিন- দ্য ডে' নিয়ে। এরপরের ধাপে অনন্ত জলিল উপস্থাপনার দায়িত্ব পালন করেন এবং বর্ষা অতিথি হিসেবে কথা বলেন।

আসছে কুরবানির ঈদের প্রথম দিন রাত ৮টায় একটি বেসরকারি টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে। সেখানে তারা তাদের ব্যক্তিগত জীবন, প্রেম ভালোবাসাসহ নানা বিষয়ে কথা বলবেন।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি