‘সানি লিওনের জন্য আমাকে ফোন করছে’
প্রকাশিত : ২২:৫০, ২ আগস্ট ২০১৯ | আপডেট: ২৩:৪৮, ২ আগস্ট ২০১৯
বলিউডের এক ছবিতে ভুল করে ফোন নাম্বার ফাঁস হওয়ার পর এক ব্যক্তি বলছেন, একের পর এক ফোন কলে তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অনবরত ফোন আসায় তিনি বিরক্ত ও পরিশ্রান্ত হয়ে পড়ছেন বলে জানান।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অর্জুন পাতিয়ালা ছবিতে দেখা যায় অভিনেত্রী ও পর্ন তারকা সানি লিওন তার নিজের একটি ফোন নাম্বার পড়ছেন। কিন্তু আসলে এই নাম্বারটির মালিক ২৬ বছর বয়সী পুনিত আগরওয়াল।
তিনি বলেন, গত ২৬শে জুলাই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে তিনি প্রতিদিন গড়ে ১০০টি করে কল পাচ্ছেন।
"আমি এখন স্বপ্ন দেখারও সুযোগ পাই না," বলছেন তিনি, "ভোর চারটা পর্যন্ত একটার পর এটা কল আসতে থাকে।"
এই ঘটনায় তিনি এতটাই বিরক্ত হয়েছে যে তিনি চেষ্টা করছেন আইনগত পথে সিনেমায় তার নাম্বারটিকে যেন শব্দ দিয়ে ঢেকে দেয়া হয় সেই ব্যবস্থা করতে।
সানি লিওন একজন সাবেক আমেরিকান পর্ন তারকা যিনি বলিউডের ছবিতেও অভিনয় করেন। নানা ধরনের যৌন রোমাঞ্চ কাহিনী এবং প্রাপ্তবয়স্কদের জন্য ছবিতে অভিনয় করেন।
বলিউডে তাকে 'সেক্স সিম্বল' হিসেবে বিবেচনা করা হয়।
ফলে সিনেমাটি মুক্তির পর অনেকেই ধরে নেন এটি সানি লিওনের নিজস্ব ফোন নাম্বার এবং আগরওয়াল ভারতের নানা জায়গা থেকে ফোন কল পেতে শুরু করেন।
"তারা [ছবির পরিচালক] তো ছবি রিলিজের আগে অন্তত একবার যাচাই করে দেখতে পারতো যে এই ফোন নাম্বারটি সত্যি কেউ ব্যবহার করছেন কি না," বলছেন আগরওয়াল।
অর্জুন পাতিয়ালা ছবির পরিচালক রোহিত যুগরাজ চৌহান এই বিষয় নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
পুনিত আগরওয়াল বলছেন, ছবি রিলিজের পর থেকে তিনি কাজ করতে পারছেন না, ঘুমাতে পারছেন না, এমনকি শান্তিতে খেতেও পারছেন না।
তিনি ফোন নাম্বারটি বদলে ফেলতেও রাজি না কারণ তার ব্যবসার জন্য এবং অনেক বন্ধু নাম্বারটি ব্যবহার করে থাকেন।
তার কাছে প্রথম ফোন কলটি আসে সিনেমাটি যেদিন মুক্তি পায়। কলার সানি লিওনের সাথে কথা বলতে চান। কিন্তু তিনি রং নাম্বার বলে কলটি কেটে দেন।
এর পর একে একে কল আসতে থাকে।
তিনি বলছেন, "প্রথমে দুটি, এরপর তিনটি এভাবে যখন ১০টি কল পাই তখন ভেবেছিলাম আমার সাথে কেউ রসিকতা করছে। ভেবেছিলাম হয়তো আমার কোন বন্ধুর কাজ।" কিন্তু এরপর থেকে তিনি ফোন কলের বন্যায় ভেসে যান।
সবাই জিজ্ঞেস করে, "সানি লিওনের সাথে কথা বলতে পারি?"
তার নাম্বার নিয়ে কোন একটা ঝামেলা হয়েছে বুঝতে পেরে আগরওয়াল নিজেই সিনোমটি দেখাতে যান।
"ছবিটিতে দেখলাম সত্যি আমার নম্বরটিই ব্যবহার করা হয়েছে," বলছেন তিনি, "এটাতে কলারদের কোন দোষ ছিল না। সত্যি আমার নাম্বারটিই ব্যবহার করা হয়েছে।"
এই বিষয়ে অভিযোগ জানাতে পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশও কোন আগ্রহ দেখায়নি বলে তিনি জানান।
আগরওয়াল জানান, বেশিরভাগ কল এসেছে ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য থেকে। ভারতের বাইরে পাকিস্তান, দুবাই, অস্ট্রেলিয়া এবং ইতালি থেকেও তিনি কল পেয়েছেন। বিবিসি বাংলা
এসি