ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জ্বরে আক্রান্ত জয়া আহসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ৭ আগস্ট ২০১৯

বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জ্বরে আক্রান্ত হয়েছেন।  এই অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জয়ার এক ঘনিষ্টজন বলেন, ‘গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন জয়া। বাংলাদেশে ডেঙ্গু নিয়ে চলমান ভীতিকর অবস্থায় তাকে রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বরের পাশাপাশি তার শরীরে ব্যথাও রয়েছে ।

এ বিষয়ে জয়া আহসান বলেন, ‘এটি সাধারণ জ্বর, তাই আর ডেঙ্গু পরীক্ষা করিনি।’ তবে দুদিন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের পাশাপাশি জয়া পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও কাজ করছেন। সেখানেও তিনি সমানভাবে জনপ্রিয়।  অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব, ছয়টি মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি।

এ্রনএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি