ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাশ্মীর নিয়ে মুখ খুললেন শাহরুখের নায়িকা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৭ আগস্ট ২০১৯

জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরানো নিয়ে যখন পুরো গরম ভারতের রাজনীতি। তখন  সোশ্যাল মিডিয়ায়ও একের পর এক মন্তব্য করছেন রুপালি দুনিয়ার তারকারাও ৷ গত কয়েক সপ্তাহ ধরেই কাশ্মীর নিয়ে নানা প্রশ্নের উত্তর রোববার রাত থেকেই একটু একটু করে স্পষ্ট হচ্ছে জাতীয় রাজনীতিতে ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণার পর এই বিষয়টি নজর আসে সবার। 
 
আর অন্যদের মতো কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে পাক অভিনেত্রী মাহিরা ট্যুইট করে দুশ্চিন্তা প্রকাশ করেছেন৷ 

তিনি লেখেন, যে বিষয়ে আমি আলোচনা করতে চাই না, সেই বিষয়ে আমাকে খুব সহজেই চুপ করিয়ে দেওয়া হলো ৷ যেন বালির ওপর আঁচড় কাটার মতো… স্বর্গ জ্বলছে আর নিঃশব্দে আমার চোখ থেকে জল পড়ছে ৷ মাহিরার এই ট্যুইটের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছে ট্রল ৷

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি