ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিরতি কাটিয়ে ফিরছেন সুজানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ৮ আগস্ট ২০১৯

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। বেশ কিছুদিন ধরে তিনি শোবিজ থেকে দূরে সরে ছিলেন। ব্যক্তিগত ব্যস্ততা ও নিজের ফ্যাশন হাউজের ব্যবসা নিয়ে সময় পার করেছেন তিনি। এবার বিরতি কাটিয়ে ফিরলেন অভিনেত্রী। আসছে ঈদ উপলক্ষে নতুন একটি নাটকের মধ্য দিয়ে আবারও পর্দায় আসছেন সুজানা।

নির্মাতা মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘থাকো মেঘ হয়ে’ নামে একটি নাটকে অভিনয় করেছেন এই তারকা। ঈদের জন্য নির্মিত এ নাটকে তার বিপরীতে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ।

এবিষয়ে সুজানা বলেন, ‘ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অনেক প্রেসারে ছিলাম। এত চাপের মধ্যে ছিলাম যে কাজ করার সময় পাইনি। অনেকের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারিনি। তবে এর মাঝে বালাম ভাইয়ের সঙ্গে ‘হঠাৎ’ নামে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। সেটি বেশ ভালো লেগেছিল। খুব ভালো সাড়া পেয়েছি। তখন ইচ্ছা ছিল কিছু নাটকেও কাজ করি। কিন্তু সেই সুযোগটাও আর হয়ে ওঠেনি। অবশেষে ফিরে এলাম। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’

সুজানা আরও বলেন, ‘আমি যখন যে কাজটা করি খুব সিনসিয়ারলি করার চেষ্টা করি। একসঙ্গে একাধিক কাজে মনোযোগ দিতে পারি না। এখন আমার ‘সুজানাস ক্লোজেট’ মোটামুটি সবাই চেনে। কিছু কাস্টমার ফিক্সড হয়েছে।’

তিনি বলেন, ‘ঈদে অনেকগুলো কাজের অফার এসেছিল। কিন্তু ডেট মিলাতে পারিনি। বেছে বেছে এই নাটকের কাজটি করেছি।’

‘থাকো মেঘ হয়ে’ নাটকটি আসন্ন ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন সুজানা।

এদিকে ঈদের পর ভালো কাজ পেলে আবারও তিনি নিয়মিত নাটকে কাজ করতে চান।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি