ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাবা হলেন অভিনেতা ইরেশ যাকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৩:৫৫, ৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বাবা হয়েছেন অভিনেতা ইরেশ যাকের। বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ইরেশ-মিমের সংসারে কন্যাসন্তানের জন্ম হয়। তাদের মেয়ের নাম রাখা হয়েছে মেহা রশিদ যাকের। গত বছর মিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ইরেশ।

গণমাধ্যমে সুখবরটি দিয়ে ইরেশ বলেন, ‘মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া তিনি আমাদের ঘরে ফুটফুটে এক কন্যা দান করেছেন। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য।’

উল্লেখ্য, গত বছরের ২ ফেব্রুয়ারি ইরেশ ও মিমের গায়ে হলুদ। এরপর ৪ ফেব্রুয়ারি সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বাবা আলী যাকের ও মা সারা যাকেরের পথ ধরেই ইরেশ কাজ শুরু করেন ছোট পর্দায়। পাশাপাশি বেশ কয়েকবার বড় পর্দায়ও দেখা গেছে তাকে। ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

অন্যদিকে, মিম রশিদ মূলত ক্যামেরার পেছনে কাজ করেন। ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী মিথিলার বড় বোন ও পরিচালক অমিতাভ রেজার সাবেক স্ত্রী।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি