ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারীর কবল থেকে কোনো রকমে বাঁচলেন সালমান খান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ১৩ আগস্ট ২০১৯ | আপডেট: ১৪:১০, ১৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

‘হাম আপকে হ্যায় কোন’-এর ২৫ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউড হার্টথ্রব সালমান খান। এদিন অনুষ্ঠান শেষে বেরোনার সময় এক নারীর কবলে পড়েন এই অভিনেতা।  

একটি ভিডিওতে দেখা যায়, এদিন শো থেকে বেরোনোর সময় নিরাপত্তার ঘেরাটোপ গলে এক নারী ভক্ত সালমানের কাছে পৌঁছে যান। শুধু পৌঁছে যাওয়াই নয়, সেলফি নেওয়ার জন্য পীড়াপীড়িও শুরু করেন, এমনকি হাত ধরে টানাটানিও করতে থাকেন। কিন্তু সালমান খান বিশেষ কোনও প্রতিক্রিয়া না দিয়ে, সেখান থেকে চলে যান। সালমানের এক দেহরক্ষী ওই মহিলাকে সরিয়ে নিয়ে যান। তবে এত চেষ্টা করেও সেলফি নিতে পারেননি ওই মহিলা।

এর আগেও তিনি অনেকবার এ রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। বারবার আলোচিত হয়েছেন নানা ঘটনায়।

গত জুন মাসেই এমন একটি ঘটনা উঠে আসে খবরে। সেদিন এক ফ্যান সালমানের কাছে আসার চেষ্টা করেন। আর সালমানের এক দেহরক্ষী তাকে ঠেলে সরিয়ে দেন। যা দেখে সলমন রীতিমতো ক্ষুব্ধ হন। 

এমনকি ওই দেহরক্ষীকে চড়ও মারেন প্রকাশ্যে। এই ঘটনা নিয়ে আড়াআড়ি ভাগ হয়ে যায় সোশ্যাল মিডিয়া। কেউ বলেন, সালমান ঠিক করেছেন। কেউ বলেন, দেহরক্ষী তো নিজের কাজ করছিলেন, তাহলে তাঁকে চড় মারার কারণ কী?


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি