ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শ্রাবন্তীর ‘বিক্ষোভ’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ১৬ আগস্ট ২০১৯

বাংলাদেশি ভক্তদের জন্য সুসংবাদ নিয়ে হাজির হয়েছেন দুই বাংলার জনপ্রিয়  অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সর্বশেষ তার ঢাকায় নির্মিত হয়েছে ‘যদি একদিন’ সিনেমা। এবার এই অভিনেত্রীকে নিয়ে তৈরি হতে যাচ্ছে নতুন একটি ছবি। ছবির নাম ‘বিক্ষোভ’।

নির্মাতা শামীম আহমেদ রনী জানান, কলকাতায় শ্রাবন্তীর সঙ্গে এই ছবির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় এর শুটিং হবে।

তবে শ্রাবন্তীর বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। শ্রাবন্তী ছাড়াও এতে অভিনয় করছেন ভারতীয় অভিনেতা রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চুসহ অনেকে।

ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘বিক্ষোভ’ ছবির গল্প। দেলোয়ার জাহান দিলের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করছে স্টোরি স্প্ল্যাশ মিডিয়া।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি