ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মার্কিন অভিনেতা হেনরি ফন্ডা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ১৭ আগস্ট ২০১৯

বিখ্যাত মার্কিন অভিনেতা পিটার হেনরি ফন্ডা আর নেই। ৭৯ বছর বয়সী এই অভিনেতা ১৬ আগষ্ট লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেছেন। 

অভিনেতার পরিবারের একটি বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে ভুগছিলেন পিটার ফন্ডা। একপর্যায়ে তিনি শ্বাসকষ্টের ঝুঁকিতে পড়েন।

তার বড় বোন অভিনেত্রী জেন ফন্ডা জানিয়েছেন, আমি খুবই দুঃখিত। সে আমার হৃদয়ের টুকরা। খুবই আদরের ছোট ভাই ছিলো। চলে যাওয়ার শেষের দিকে তার সঙ্গে আমার একা খুব ভালো একটা সময় গেছে। সে হাসতে হাসতে আমাদের ছেড়ে চলেই গেলো। 

প্রসঙ্গত, ১৯৬৯ সালের ‘ইজি রাইডার’ চলচ্চিত্রের নির্মাতা এবং সহ-লেখক ছিলেন তিনি। দর্শক কাঁপানো এই রোড ফিল্মে অভিনয়ও করেছিলেন তিনি। এরপর আরো অসংখ্য সিনেমাতে অভিনয় করেন পিটার হেনরি ফন্ডা। অভিনয় করেন টিভি সিরিজেও। 

পিটার ফন্ডা হলিউডের একটি অভিজ্ঞ পরিবারে অংশ ছিলেন। অভিনেত্রী জেন ফন্ডারের ছোট ভাই হওয়ার পাশাপাশি তিনি অভিনেতা হেনরি ফন্ডার ছেলে। এছাড়া তিনি বিয়েও করেছিলেন আরেক অভিনেত্রী ব্রিজেটকে। 

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি