ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হিন্দি সিনেমার শুটিংয়ে ভুটানে মম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১৭ আগস্ট ২০১৯

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার দর্শকদের কাছেও তিনি বেশ জনপ্রিয়। এবার একটি হিন্দি সিনেমাতে দেখা যাবে তাকে। ‘ম্যাক্স কি গান’ নামের এই সিনেমার শুটিং সম্প্রতি শুরু হয়েছে ভুটানে। তাতে অংশ নিতে অভিনেত্রী এখন সেখানেই অবস্থান করছেন।

এ বিষয়ে মম জানান, হিন্দি নতুন এ সিনেমার কাজ ভুটানে শুরু হয়েছে। এতে তাকে একজন সিবিআই অফিসারের চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। এ সিনেমাতে মমর চরিত্রের নাম জাকিয়া খান।
তিনি আরও জানান, ভালোভাবে সিনেমার কাজ এগিয়ে চলছে। পুরো গল্পটি ডার্ক থ্রিলার ধাঁচের। আর এটি নির্দেশনায় আছেন ফয়সাল সাইফ। 

এ সিনেমাতে মম ছাড়া আরও অভিনয় করছেন সোনাম ম্যাক্ম, কবিতা রাধে, নিশান্ত, অমিতা প্রমুখ। 

ফয়সাল সাইফের পাশাপাশি সামির খানের তত্ত্বাবধানে কাজটি এগিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, বড় পর্দায় মম’র কাজগুলোর মধ্যে রয়েছে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’, রকিবুল আলম রকিবের ‘প্রেম করবো তোমার সাথে’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, তানিম রহমান অংশুর ‘স্বপ্নবাড়ি’ ও অরুণ চৌধুরীর ‘আলতাবানু’। এসব সিনেমার বাইরে প্রায় দুই বছর আগে হিন্দি এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন মম।

এদিকে সদ্য শেষ হওয়া কোরবানি ঈদের বেশকিছু নাটকে অভিনয় করে বেশ সাড়া পাচ্ছেন অভিনেত্রী। 

এসএ/
 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি