ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চরিত্রের প্রয়োজনে পাল্টে গেলেন প্রসেনজিৎ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। যেকোনো চরিত্রে নিজের সবটুকু দিয়ে অভিনয় করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে ধরা দিলেন অভিনেতা।

সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক ছিলেন। এই সুভাষচন্দ্র বসুর জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘গুমনামী’। যা নির্মাণ করছেন সৃজিত মুখার্জি। এতে নেতাজির চরিত্রে দেখা যাবে টালিউডের জনপ্রিয় এই অভিনেতাকে। 

এরই মধ্যে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ইউটিউবে প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। যেখানে অন্যরকম এক প্রসেনজিৎ-কে দেখেছে দর্শক।

এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন ও মৃত্যুর রহস্যঘেরা কাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘গুমনামী’র টিজার প্রকাশ পাওয়ার পর অনেকের প্রশংসা পেয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। কিন্তু টিজার দেখে চটেছেন খোদ বসু পরিবারের সদস্যরা। টিজার মুক্তির পরদিনই লিগ্যাল নোটিস পৌঁছে গেছের নির্মাতার হাতে। নোটিসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ‘গুমনামী বাবা’ চরিত্রে রূপায়ণ করতে নিষেধ করেছেন নোটিসদাতা। 

বসু পরিবারের সদস্যরা আগেই জানিয়েছিলেন, কোনোপ্রকার তথ্য-প্রমাণ ছাড়াই গুমনামী বাবাকে ছদ্মবেশী নেতাজি হিসেবে অভিহিত করা একটি ফৌজদারি অপরাধ।
উল্লেখ্য, অঞ্জু ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা ‘কোনানড্রাম’ বই থেকে অনুপ্রাণিত হয়ে সৃজিত ‘গুমনামী’ নির্মাণ করেছেন। এতে প্রসেনজিৎসহ আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী। 

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা নির্মাতা সৃজিত মুখার্জির সর্বশেষ সিনেমা ‘গুমনামী’ মুক্তি পাবে আসছে দুর্গা পূজায়।  

দেখুন সেই টিজার :

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি