ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আসছে জেমস বন্ডের ‘নো টাইম টু ডাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২১ আগস্ট ২০১৯

অবশেষে বন্ডভক্তদের প্রতীক্ষার অবসান ঘটেছে। প্রকাশ্যে এসেছে এই সিরিজের পরবর্তী চলচ্চিত্রের নাম। সিরিজের ২৫তম চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘নো টাইম টু ডাই’।

আগের চারটির মতো এই সিনেমায়ও ড্যানিয়েল ক্রেইগই থাকছেন জেমস বন্ডের ভূমিকায়। এটাই হতে যাচ্ছে বন্ড হিসেবে তার শেষ অভিনয়। অপরদিকে, খলনায়কের ভূমিকায় আসছেন অস্কারবিজয়ী অভিনেতা রামি মালেক।

‘নো টাইম টু ডাই’র চিত্রনাট্য লিখেছেন ব্রিটিশ নারী লেখক ফোবে ওয়ালার-ব্রিজও। এটি পরিচালনায় থাকছেন ক্যারি জোজি ফুকানাগা, যিনি ইতোমধ্যে এইচবিওর জন্য ট্রু ডিটেকটিভ এবং নেটফ্লিক্সের জন্য ম্যানিয়াক তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন।

ড্যানি বয়েল সরে দাঁড়ানোর পর গত বছর ফুকানাগাকে ‘০০৭’ এর পরবর্তী চলচ্চিত্র নির্মাণের জন্য মনোনীত করে প্রযোজনা সংস্থা।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের এপ্রিলে বড় পর্দায় প্রদর্শনের জন্য আসবে ‘নো টাইম টু ডাই’। প্রযোজনা সংস্থা এমনটাই জানিয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি