ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

শিল্পকলায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৫, ৩০ আগস্ট ২০১৯ | আপডেট: ২২:২৮, ৩০ আগস্ট ২০১৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাতাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে জেলা উপজেলায় ‘‘শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা” আয়োজন করা হয়েছে।

ঢাকা মহানগরীর প্রতিযোগিতা ৩০ আগস্ট ২০১৯ শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রতিযোগিতাটি তিনটি বিভাগ ও বিষয়ের উপর অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিযোগিতার বিষয়গুলো ছিল যথাক্রমে ক বিভাগ : কেজি থেকে ৩য় শ্রেনী  বিষয়- ‘‘আমার বঙ্গবন্ধু”, খ বিভাগ : ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেনী বিষয়- ‘‘ আমিই মুজিব”, গ বিভাগ : ৭ম থেকে ১০ শ্রেনী বিষয়- ‘‘২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা”

ছবি আঁকার মাধ্যম ছিল উন্মুক্ত। সকাল ৯ টায় প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নিবন্ধন শুরু হয়। প্রতিযোগিতায় চারশতাধিক শিক্ষার্থীর অংশ নেয় বলে জানিয়েছেন প্রতিযোগিতার সমন্বয়কারী খন্দকার রেজাউল হাশেম।

সারাদেশের জেলা উপজেলা থেকে নির্বাচিত চিত্রকর্ম নিয়ে ঢাকাতে চুড়ান্ত পর্যায়ে বাছাইয়ের মাধ্যমে সেরাদেরকে পুরস্কৃত করা হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি