ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্রিকেটের গল্প নিয়ে চলচ্চিত্র ‘লাল বল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

উপমহাদেশে ক্রিকেটের গল্প নিয়ে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে। এবার বাংলাদেশেও ‘লাল বল’ নামে একটি চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। সিনেমাটি নির্মাণ করছেন মাজহার বাবু। আর প্রযোজনা করছেন ‘সারগাম এন্টারটেইনমেন্ট’।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই নির্মাতা। বিষয়টি নিয়ে সারগাম এন্টারটেইনমেন্টের উপদেষ্টা দেলোয়ার হোসেন দিল বলেন, ‘বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমাদের দেশে এই খেলা যেমন জনপ্রিয়, তেমনি বিশ্ব দরবারে আমাদের বিশেষ অবস্থান রয়েছে। অথচ ক্রিকেট খেলা নিয়ে আমাদের দেশে এখনো কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি। মাজহার বাবুর গল্প নিয়ে এর চিত্রনাট্য তৈরী করা হয়েছে। আশা করছি, ব্যয়বহুল বাজেটের এই চলচ্চিত্রটি সবাই পছন্দ করবেন।’

নির্মাতা  মাজহার বাবু বলেন, ‘নভেম্বরে ছবির শুটিং শুরু করব। গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। ছবিতে তিনটি গান ব্যবহার করা হবে। গল্পের প্রয়োজনে ছবিতে আমরা আমাদের জাতীয় সংগীত ব্যবহার করব। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে জাতীয় সংগীত ব্যবহার করা হচ্ছে। ছবিতে বিশেষ কিছু চমক রয়েছে। আগামী মাসে মহরতের মধ্য দিয়ে আমরা তা প্রকাশ করব।’ 

চলচ্চিত্র পরিচালক এ কিউ খোকন এর হাত ধরে এক সময় সহকারি পরিচালক হিসেবে কাজ শুরু করেন মাজহার বাবু। এরপর চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন জেমী, এফ আই মানিকের মতো গুণী পরিচালকদের সঙ্গেও তিনি কাজ করেন। বর্তমানে তিনি এনটিভি অনলাইনে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি টেলিভিশনের অনুষ্ঠান এবং সংবাদ প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি