ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশীর একি হাল?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৪২, ৩ সেপ্টেম্বর ২০১৯

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। বড় পর্দায় নিজের চমক দেখানোর অপেক্ষায় রয়েছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনয় করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়। যা এখনও মুক্তি পায়নি। তার অভিনিত দ্বিতীয় সিনেমা ‘আদম’। যার শুটিং চলছে ময়মনসিংহে। যেখানে অবস্থান করছেন ঐশী।

আবু তাওহীদ হিরণ পরিচালিত এই সিনেমাতে ঐশীর বিপরীতে অভিনয় করছেন ‘স্বপ্নজাল’ খ্যাত অভিনেতা ইয়াশ রোহান। সিনেমাতে অজপাড়া গায়ের এক মেয়ের ভূমিকায় দেখা গেলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’কে। যেখানে গোবর কাঠি তৈরি করতে দেখা গেছে তাকে।

এ বিষয়ে ঐশী বলেন, ‘আমি নিজেকে ভাঙতে পছন্দ করি। এই সিনেমার গল্পটি ঠিক এমনই এক গল্প। এটি আমার দ্বিতীয় চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’ এ নিজেকে উপস্থাপন করেছি এক রূপে। এবার ঠিক এর উল্টো রূপে দর্শক আমাকে দেখবে।’

তিনি আরও বলেন, ‘গোবর হাতে ধরা তো দূরের কথা, এর ধারে-কাছেও যায়নি কোনও দিন। কিন্তু শুটিংয়ে প্রয়োজনে সেই গোবর হাতে নিয়ে গোবর কাঠি জ্বালানি তৈরি করতে হয়েছে।’

ঐশী বলেন, ‘শুটিংয়ের আগে যখন শুনলাম, কাঁচা গোবর দিয়ে মশাল তৈরি করতে হবে। মনে করেছিলাম, নির্মাতা হয়তো গোবরের বদলে অন্য কিছু দিয়ে দৃশ্যটি ধারণ করবে। কিন্তু পরে দেখলাম...! দৃশ্যটা শেষ হওয়ার পর সেটে যারা ছিলেন প্রত্যেকের গালে গোবর লাগিয়ে দিয়েছি। সেখানে অন্যরকম এক পরিবেশ তৈরি হয়েছিল।’

ঐশী-রোহানের পাশাপাশি ‘আদম’ সিনেমাতে আরও অভিনয় করছেন- রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্রসহ অনেকে।

নির্মাতা আবু তাওহীদ হিরণ জানান, ২৭ আগস্ট থেকে ময়মনসিংহে এর শুটিং হয়েছে, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। সিনেমাটি প্রযোজনা করছেন তামিম হোসাইন। কাহিনী ও সংলাপ করেছেন মাসুদ পারভেজ।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি