ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার এ আর রহমান ও সোনু নিগমের দৃষ্টিতে রানু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

একের পর এক সুখবর দিচ্ছেন ‘প্লাটফরম সিঙ্গার’ রানু মণ্ডল। ইতিমধ্যে হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ সিনেমার জন্য পর পর তিনটি গানের রেকর্ডিং করেছেন তিনি। এবার নতুন খবর দিলেন এই নারী। এক সাক্ষাৎকারে রানু নিজেই জানিয়েছেন একাধিক মিউজিক কোম্পানি থেকে একের পর এক ফোন আসছে তার কাছে।

জানা গেছে, রানুর কাছে গান গাওয়ার প্রস্তাব এসেছে খোদ এ আর রহমানের অফিস থেকে। এমনকি সোনু নিগমও ফোন করে রানু মণ্ডলকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুধু তাই নয়, রানু মণ্ডলের কাছে বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গান গাওয়ার প্রস্তাব আসছে। বাংলা, হিন্দির পাশাপাশি তার কাছে দক্ষিণী সিনেমাতেও গান গাওয়ার প্রস্তাব এসেছে।

রানু মণ্ডলের ম্যানেজার অতীন্দ্র চক্রবর্তী নিজেই জানিয়েছেন এ আর রহমানের অফিস থেকে এবং সোনু নিগমও এই ভাইরাল গায়িকার সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, অতীন্দ্র চক্রবর্তী হলেন সেই ব্যক্তি যিনি প্রথম রানু মণ্ডলের গান রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই গান ভাইরাল হয়ে যায়। বর্তমানে অতীন্দ্রই রানুর ক্যারিয়ার সামলাচ্ছেন। তিনি রানু মণ্ডলের ম্যানেজারের ভূমিকায় রয়েছেন।

উল্লেখ্য, রানাঘাটের রেলস্টেশন থেকে রানু মণ্ডলের মুম্বাই যাত্রার গল্পটা খানিকটা রূপকথার গল্পের মতোই। তবে রানু মণ্ডলকে নিয়ে হাজারও খবরের মাঝে শোনা যাচ্ছে বহু ভুয়া খবরও।

এ আগে রানু মণ্ডলকে সালমানের ফ্ল্যাট দেওয়ার খবর ও দাবাং থ্রিতে গান গাওয়ার প্রস্তাব দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেসময় এটি গুজবে বলেই জানিয়েদেন অতীন্দ্র চক্রবর্তী। তবে তিনি এটি জানান যে, রানুকে সালমান নন, বাড়ি দিয়েছে রানাঘাটের স্থানীয় প্রশাসন।

সূত্র : জি নিউজ, হিন্দুস্থান টাইমস

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি