ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এখনো অসুস্থ শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ৫ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২২:৩৪, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান বেশ কিছুদিন ধরেই জ্বরে আক্রান্ত।  সুস্থ হয়েই ‘আগুন’র শুটিং শুরু কথা ছিল তার। কিন্তু কিছুতেই যেন জ্বর ভালো হচ্ছে না। জানা গেছে, ২৪ আগস্ট থেকে জ্বরে ভুগছেন তিনি।

জ্বরে নিয়েই ‘আগুন’ ছবির শুটিং করছিলেন শাকিব। কিন্তু শেষ পর্যন্ত বিরতি নিতে হয় তাকে। জ্বর ভালো না হওয়ায় এখন চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি।

নানা ধরনের পরীক্ষা করার পর তেমন কোনও সমস্যা ধরা পড়েনি। ডেঙ্গু বা চিকুনগুনিয়ার কোনও লক্ষণ ধরা পড়েনি। তবুও জ্বর কমছে না তার। দিনের বেলা সামান্য সুস্থ থাকলেও রাতে জ্বর বাড়ছে নিয়ম করে।

এবিষয়ে শাকিবের জানান, কয়েক দিন বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাব এমনটাই ভেবেছিলাম। কিন্তু সর্দি-কাশি এমন লেগে আছে যে শুটিংয়ের সময় সংলাপ বলাটাই অসম্ভব।

‘আগুন’ ছবিতে শাকিবের নায়িকা হিসেবে আছেন নবাগত জাহারা মিতু। পরিচালনা করছেন বদিউল আলম খোকন। আর এই ছবিটি প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি