ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাসের ধাক্কায় শিল্পী পারভেজ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানী  ঢাকার উত্তরায় একটি বেসরকারি মেডিকেলের সামনে ভিক্টোরিয়া পরিবহনের একটি বাসচাপায় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক পারভেজ রব (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পারভেজ রব বাসা থেকে কিছুটা দূরে ইস্ট ওয়েস্ট মেডিকেলের সামনের রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ভিক্টর ক্লাসিকের (ঢাকা মেট্রো ব-১২-০৯৬৩) একটি বাস তাকে ধাক্কা দেয়। 

এতে তিনি মাটিতে পড়ে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে প্রথমে ঢাকার পঙ্গু হাসপাতালে নেন। তবে সেখানে ভর্তি করাতে না পেরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে ওই বাস চালক ও তার সহকারী পলাতক আছে বলে জানান তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র দেব।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি