স্মরণে সালমান শাহ
ইটিভিতে প্রিয় নায়কের সিনেমার গান
প্রকাশিত : ১২:৪৩, ৬ সেপ্টেম্বর ২০১৯
আজ ৬ সেপ্টেম্বর, শুক্রবার। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল নানা ধরণের আয়োজন করেছে। সেই ধারাবাহিকতায় একুশে টেলিভিশও প্রিয় নায়ককে স্মরণ করবে।
আজ রাত ৮টায় ইটিভিতে প্রচার হবে ‘শোবিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। এ অনুষ্ঠানে আজ সালমান শাহ অভিনীত সিনেমার গান প্রচার করা হবে।
এ ছাড়াও দেশের বিভিন্ন চ্যানেলে সালমান শাহকে নিয়ে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বৈশাখী টেলিভিশনের পর্দায় আজ সকাল ৮টা ২৫ মিনিটে ‘বৈশাখী সকালের গান’ অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের কয়েকটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী নওরীন। এছাড়া প্রচার হবে সালমান শাহ অভিনীত দুটি সিনেমা। বেলা ১১টায় প্রচার হবে ‘অন্তরে অন্তরে’ ও দুপুর ২টা ৪৫ মিনিটে রয়েছে ‘মহামিলন’ সিনেমাটি। এছাড়াও এ চ্যানেলে আগামীকাল দুপুর ১টা ১৫ মিনিটে রয়েছে তানহা তাসনিয়ার উপস্থাপনায় ‘শুধু সিনেমার গান’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে সালমান শাহ অভিনীত চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান দিয়ে।
মাছরাঙা টিভিতে আজ বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে সালমান শাহ অভিনীত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে টিউন’।
এটিএন বাংলায় বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে সালমান শাহ অভিনীত সিনেমা ‘আনন্দ অশ্রু’।
নাগরিক টিভিতে রয়েছে দিনব্যাপী অনুষ্ঠান। এই চ্যানেলে আজ প্রচার হবে সালমান শাহ অভিনীত ৩টি সিনেমা। সকাল ১০টায় প্রচার হবে ‘আনন্দ অশ্রু’, বিকাল ৩টায় রয়েছে ‘মায়ের অধিকার’ এবং রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে ‘তোমাকে চাই’ সিনেমা। এছাড়া একই চ্যানেলে রাত ৮টায় সরাসরি গানের অনুষ্ঠানে সালমান শাহ অভিনীত সিনেমার গান গাইবেন আগুন।
অন্যদিকে টিভি চ্যানেলের আয়োজন ছাড়াও সালমান শাহের পরিবার ও তার ভক্তদের পক্ষ থেকে আজ আলাদা আলাদা মিলাদ-মাহফিলের আয়োজনও রয়েছে।
এসএ/