ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুবাইতে উড়াল দিলেন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২৩:০৯, ৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিনেমার দুর্যোগকালে নতুন নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান। নিজে প্রযোজনা করছেন আবার অন্যান্য ছবিতেও অভিনয় করে যাচ্ছেন। এবার নিজের নতুন ছবির লোকেশন ঠিক করতে উড়াল দিলেন দুবাই।

শুক্রবার ভোর চারটার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন শাকিব খান।   

জানা যায়, এর আগে শাকিব খান দুটি ছবির শুটিং করেছেন তুরস্কে। তবে নতুন ছবির জন্য তিনি শুটিং লোকেশন পরিবর্তন করেছেন। এবার দুবাইয়ের তপ্ত বালির বুকে আঁচড় লাগাবেন তিনি। সাগর বালি আর সৌন্দর্যের লীলাভুমিতে নতুন কিছু করার চেষ্টা করছেন শাকিব খান।   

এ প্রসঙ্গে শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘নতুন ছবির জন্য মূলত দুবাই যাওয়া হচ্ছে। এসকে ফিল্মস এর ব্যানারে ছবিটি নির্মিত হবে। সেখানে ভালো ভালো লোকেশনে কাজ হবে। ’ 

শাকিব খানের সঙ্গে এ সফরে রয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী, কাজিন মনির হোসেন ও  চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু।

এর আগে জ্বরের কবলে পড়ে কয়েক দিন অসুস্থ ছিলেন শাকিব খান। শুটিং বাদ দিয়ে বাসায় ছিলেন। এখন নতুন ছবির জন্য দুবাই গেলেন। সেখানে চার দিন থাকতে পারেন বলে জানা গেছে।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি