ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

সমালোচনার মুখে অভিনেতা ইরফান সাজ্জাদ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:৪৯, ৭ সেপ্টেম্বর ২০১৯

কে হবে মাসুদ রানা রিয়েলিটি শো’এর কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর ভাইরাল হয়ে যায়। এরপর থেকে তুমুল বিতর্ক আর সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। 

এবার সেই মাসুদ রানা রিয়েলিটি শো’এর বিচারকদের পক্ষে সাফাই গাইলেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যাম্পিয়ন অভিনেতা ইরফান সাজ্জাদ। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা।

গতকাল শুক্রবার নিজের ফেসবুক পেজে লাইভে এসে মাসুদ রানার বিতর্কিত বিচারকদের পক্ষে সাফাই গান ইরফান। 

তিনি বলেন, যারা এই রিয়েলিটি শো'তে বিচারক হিসেবে এসেছেন তারা সকলেই পরীক্ষিত। তারা পূর্বে নানা জায়গায় সফলতার পরিচয় দিয়ে এসেছেন। বিচারকার্যের যে প্রসেস সেটা দিয়েই তাদের জাজ করা যাবে না। তাদের অনেক ভালো ভালো কাজ রয়েছে।

ইরফান সাজ্জাদ বলেন, এটা মেয়েদের কোনো রিয়েলিটি শো নয় যে এখানে বলতে হবে তোমার চোখ সুন্দর, তোমার মুখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার চুল সুন্দর। এটা ছেলেদের প্রতিযোগিতা। আমি একটা রিয়েলিটি শো থেকে এসেছি, আমি জানি। এখানে মেন্টাল স্ট্রেংথ যাচাই করা হয়।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উদ্দেশ্যে ইরফান সাজ্জাদ বলেন, আপনারা যে ক্রমাগত অপমান করে যাচ্ছেন, আপনারা বলছেন বিচারকার্য হয়নি, ঠিক করেনি, আপনারা তাদের বিচার করার কে? এভাবে তো আপনারা কাউকে অপমান করতে পারেন না। আমার যারা বিচারক ছিলেন আজ তারাই আমার ভালো বন্ধু। 

তিনি বলেন, দিনশেষে বিজয়ী যারা হবেন তারাই বুঝবেন যে কেমন প্রতিযোগিতা কেমন ছিল। ওই বিচারকদের সাথে তাদের সম্পর্ক গভীর হবে। আপনি আমি সমালোচনা করে কোনো লাভ হবে না।

ইরফানের এমন বক্তব্যে ফেসবুকে আবারো ঝড় ওঠে। তুমুল সমালোচনার মুখোমুখি হন এই অভিনেতা। 

মঈন বকুল নামে এক সাংবাদিক তার ভিডিওর কমেন্টে লিখেন, ‘আমি একজন সাংবাদিক। আপনি কি ভিডিওগুলো দেখেছেন? আমাদের মতো সভ্য সমাজে এগুলো চলে না। আপনার সঙ্গে একমত হতে পারলাম না। সরি..’

এর জবাবে ইরফান ওই সাংবাদিকের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘Moin Bokul kon newspaper a achen bhaiya?? Apni amr kotha gulo aktu valo kore bojhar try koren ami ki bolte cheyechi’

সৌরভ পাউল নামে একজন লিখেন ‘এইটা কি বললেন? কারোর ভালো কাজের সন্মান করতে হলে তার খারাপ দিকটাও মানতে হবে? না হলেই হিপোক্রেট? দেশে ও দেশের বাইরের রিয়েলেটি শো-গুলো সবাই দেখে, তাই একজায়গা টাতে একটা বাজে অভিজ্ঞতা নরমালি চোখে পরে। আপনারা হয়তো সহ শিল্পী হিসেবে সাপোর্ট করতে পারেন, তবে এই প্লাটফর্ম থেকে কোন ভালো কিছু তো দূরে থাক, সামান্য কিছুও বের হবে না। ভালো থাকবেন....’

মোঃ শিবলু বাহ নামে একজন লিখেন, ‘ভাই আপনারে ভালো লাগতো অনেক। কিন্তু আজ আপনার মিডিয়ার মানুষ গুলোর পক্ষে অন্যায় গুলোকে ন্যায় বানানো চেষ্টা টুকু দেখে অবাক হয়ে গেলাম। যাদের কে জাজ বানানো হয়েছে তাদের একজনের ও ঐ চেয়ারে বসার যোগ্যতাটুকু নাই।’

আবু নাইম লিখেন, ‘ভাই আপনার থেকে এটা আসা করি নি, ওখান কার যত জাজ ছিল সব গুলাই ভুয়া এবং অযোগ্য ছিল, পূর্ণিমা এবং ফেরদৌস স্যার ছাড়া।’

আশরাফুল মাহমুদ নামে আরও একজন লিখেন, ‘প্রশিক্ষণ না আর্মি ট্রেনিং না,আমরা অনেকেই আর্মিতে জয়েন হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলাম কিন্তু তাদের ব্যবহার কত সুন্দর আর এ বিচারকরা ভাব নিয়ে অপমান করে ভিডিও করে সরাসরি প্রচার করে কেমনে মাসুদ রানা খুজবে.সরাসরি না করে নির্দিষ্ট গোপনীয় স্থানে করলে এক কথা,এখন মাসুদ রানা হতে না পারলে আজীবন একটা কষ্ট থেকে যাবে আর কোনো প্রতিযোগিতা প্রোগ্রামে এড হবে না,আ.চট্টগ্রামের বলে একটু বেশি ভালো লাগত, আ. বিচারকের পক্ষ নিয়ে কথা বলবেন আশা করিনি..’

মুন মৌ নামে একজন লিখেন, ‘নিজের কলিগ দের বাঁচাতে গিয়ে খুব একতরফা কথা বললেন।প্রতিযোগি দের প্রশংসা না করতে পারলেও ওভাবে অপমান করার রাইট তাদের নাই। তারা রীতিমতো কুত্তা বিলাই এর মতো ট্রিট করেছে। বাহিরের দেশেও এমন রিয়েলিটি শো হয় আর তাদের জাজদের ও একটু দেখবেন। জাজ অনেক বড় একটা বিষয়, অনেক দায়িত্ব থাকে এক জাজের উপর। সেটার ফালুদা বানিয়ে ছেড়েছে আপনার সহশিল্পীরা।’

শোয়াইব শুভ নামে একজন লিখেন, ‘ছেলেরা যখন সালাম দিয়ে ঢুকছে তখন ফাহমি কি বাজে বিহেভ করে বের করে দিচ্ছেন ঐটা দেখে না থাকলে আবার দেখবেন। আমার মনে হয় সালাম মানুষ কেন দেয় বা এর অর্থ কি এটা তিনি ঐ সময়টায় ভুলে গেছিলেন। আমাদের কাছ থেকে উনারা যখন বাহবাহ পেতে পারেন তেমনি সমালোচনা ও সিম্পল। মনে হচ্ছে উনারা ওলি আউলিয়ার বংশদ্ভূত উনাদের নিয়ে সমালোচনা করা যাবেনা।’

গালিব আনজুম নামে ইরফানের জবাব চেয়ে লিখেন, ‘একটা প্রশ্নের উত্তর দেন ভায়া, এভাবে সবাইকে পাবলিকভাবে অপমান করার অধিকার কে দিছে? বাইরের দেশেও অনেক রিয়েলিটি শো হয়। অনেক বাজে পারফরম্যান্স এও কখনো কাওকে অপমান করতে দেখি নাই। আর এখানে? পারফর্ম করার আগেই চেহারা দেখে অপমান করে বাদ??৷’

এছাড়া প্রায় এক হাজারের মতো কমেন্টম আসে। যার প্রতিটি কমেন্টসই নেগেটিভ। 

প্রসঙ্গত, দর্শকদের দাবি- কে হবে মাসুদ রানা রিয়েলিটি শোতে বিচারক পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি, শাফায়েত মনসুর রানা, মুহাম্মদ মোস্তফা কামাল, অভিনেত্রী জাকিয়া বারী মম ও শবনম ফারিয়া প্রতিনিয়ত ‘অপমান’ করেছেন প্রতিযোগীদের। শুধু তাই নয় প্রতিযোগীদের স্টাইল-ফ্যাশনসহ নানা বিষয়ে কটূক্তি ও তামাশা করেছেন বিচারকরা।


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি