ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ নুসরাত ফারিয়ার জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৬:২৫, ৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জন্মদিন আজ। চলচ্চিত্রে ফারিয়ার অভিষেক হয় ২০১৫ সালে। যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যেমে তিনি বড় পর্দায় নিজেকে মেলে ধরার সুযোগ পান। এই সিনেমার মাধ্যমেই জনপ্রিয় উপস্থাপিকা থেকে নায়িকা হিসেবে পথ চলা শুরু হয় ফারিয়ার। এরপর থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি।

ইতিমধ্যে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন ফারিয়া। তার ফেসবুক ও ফেসবুক পেইজে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত ও কাছের প্রিয় মানুষরা।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল, পাঁচ বছরের ক্যারিয়ারে ফারিয়া অভিনয় করেছেন বেশ কিছু বড় বাজেটের সিনেমাতে। এর মধ্যে ২০১৬ সালে মুক্তি পায় তার দুটি সিনেমা ‘হিরো ৪২০’ ও ‘বাদশা দ্য ডন’৷ ২০১৭ সালে মুক্তি পায় ‘প্রেমী ও প্রেমী’৷ এরপর পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তি পায় ‘ধ্যাততেরিকী’৷ সেবছর ঈদুল ফিতরে মুক্তি পায় ‘বস ২’৷ একই বছরের শুরুতে মুক্তি পায় ‘ইন্সপেক্টর নটি কে’৷

তিনি শুধু সিনেমার নায়িকা নন, গায়িকাও।

উল্লেখ্য, এবার শাকিবের সঙ্গে চমক দেখানোর অপেক্ষায় আছেন ফারিয়া। তার ও শাকিবের জুটিতে শাপলা মিডিয়া প্রযোজিত ‘শাহেনশাহ’ মুক্তির অপেক্ষায় আছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি