ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বলিউডে ফের বিবাহ বিচ্ছেদ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ৯ সেপ্টেম্বর ২০১৯

আট বছর সংসার করেছেন বলিউড অভিনেতা ইমরান খান ও তার স্ত্রী অবন্তিকা। অবশেষে দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন তারা।

দীর্ঘ দিন প্রেমের পর ২০১১ সালের ১০ জানুয়ারি অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। ২০১৪ সালে জন্ম হয় তাদের কন্যা ইমারার। কিন্তু তাদের মধ্যে মতের পার্থক্য তৈরি হওয়ায় এখন বিবাহ বিচ্ছেদ চাইছেন তারা।

অবশ্য বিচ্ছেদের বিষয়ে ইমরান ও অবন্তিকা দুজনের কেউ কোনও মন্তব্য করেননি। তবে ভারতীয় সংবাদমাধ্যমে ফলাও করেই প্রকাশ করা হচ্ছে তাদের বিচ্ছেদের খবর।

গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মার্কিনী সঙ্গীত শিল্পী মরগান হারপারের একটি উদ্ধৃতি শেয়ার করেছেন আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিক। তাতে লেখা রয়েছে, ‘কিছু কিছু সময় ছেড়ে চলে যেতে হয়’।

কী ছাড়ার ইঙ্গিত দিলেন অবন্তিকা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে! এতে সবাই তাদের বিচ্ছেদের ব্যাপারটি সত্যি বলেই মানছেন।

এর আগে গত মে মাসে অবন্তিকা হঠাৎই তার ইনস্টা অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবি সরিয়ে দিয়েছিলেন। আর এতে নেটিজেনদের মধ্যে তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা প্রশ্নের উদয় হয়। তবে ‘খান’ পদবি সরিয়ে ফেলার পর অবন্তিকার মা বন্দনা মালিক অবশ্য মেয়ে ও মেয়ে জামাইয়ের সম্পর্কচ্ছেদের বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি