ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিয়ে নিয়ে মন্তব্য করে শিরোনামে তাপসী!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ১০ সেপ্টেম্বর ২০১৯

'পিঙ্ক', বেবি, মিশন মঙ্গল-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তার সরব উপস্থিতি। একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন তিনি। তবে এবার শিরোনামে এসেছেন অন্য কারণে। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। দক্ষিণী নায়িকা তাপসী পান্নুর কথাই তো। 

মিশন মঙ্গল মুক্তির পর সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এই লাস্যময়ী। সেখানে তিনি বলেন, বিয়ে তখনই করবেন, যখন তার মনে হবে জীবনে এবার সন্তানের প্রয়োজন। অর্থাৎ পরিবারে ছোট কারও উপস্থিতি অনুভব করার প্রয়োজন মনে করলেই বিয়ের পিঁড়িতে চটপট বসে পড়বেন বলে জানান বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

তাপসী পান্নুর পাশাপাশি সম্প্রতি প্রকাশ্যে আসে বলিউড অভিনেত্রীর বোন শগুন পান্নুর ছবিও। শগুনকে এখনও বলিউডের কোনও সিনেমায় স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। তবে তাপসীর মতো শগুনও যে বি টাউনে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে একেবারে প্রস্তুত, তা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ছবি থেকেই বেশ স্পষ্ট। সূত্র- জিনিউজ। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি