ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বিজ্ঞাপনে মেহ্জাবিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেত্রী মেহ্জাবিন চৌধুরী। ছোট পর্দার এই তারকা সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে কাজ করবেন অভিনেত্রী। যা নির্মাণ করবে প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেড।

এ জন্য প্রতিষ্ঠানটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক চুক্তি স্বাক্ষর পর্ব। অনুষ্ঠানে মেহ্জাবিন চৌধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইশতিয়াক নাহিদ, নির্মাতা নাফিস রেজা এবং প্যাপিরাস কমিউসিকেশনস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন মেহজাবিন। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে মাহফুজ আহমেদের বিপরীতে তিনি অভিনয় করেন। এরপর তিনি ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ও ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি