ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লেখক চরিত্রে মোশাররফ করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৪ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১২:৩৫, ১৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মোশাররফ করিম। নাট্য জগতের তুমুল জনপ্রিয় তারকা। পরিবারের সঙ্গে ২০ দিন কানাডায় ছুটি কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। এরই মধ্যে শুরু করেছেন তার নতুন নাটক ‘গল্পওয়ালা’র কাজ। যেখানে তাকে দেখা যাবে লেখক চরিত্রে।

‘গল্পওয়ালা’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ। এই নাটকে মোশাররফ করিম একজন প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার। যিনি গল্পের মাঝে ডুব দিয়ে নতুন নতুন চরিত্রকে তুলে আনেন। কিন্তু সন্দেহের বাতিক নিয়ে গল্প লিখতে গিয়ে নিজের সংসারেই ডেকে আনেন বিভিন্ন অশান্তি। এভাবেই এগিয়ে যাবে ‘গল্পওয়ালা’ নাটকের গল্প।

নাটকে মোশাররফ করিম ছাড়া আরও আছেন পিয়া বিপাশা, শহীদুল্লাহ সবুজ, মুসাফির বাচ্চু ও মাহমুদা আক্তার নিশা প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘অভিনয় আমার নিজের জায়গা। যেখানে যাই, যতদূরে যাই চরিত্র আমাকে টানে। এই কারণে কানাডা থেকে এসেই কাজ শুরু করেছি। বরাবরের মতো এবারও কিছু ভালো গল্পের চরিত্রে অভিনয় করার পরিকল্পনা রয়েছে। আশা করছি ভক্তদের জন্য দারুণ কিছু নাটক উপহার দিতে পারবো।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি