ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রভাসের সঙ্গে দেখা করতে চাই

টাওয়ার থেকে লাফিয়ে পড়ার হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ১৪ সেপ্টেম্বর ২০১৯

ভারতের তেলাঙ্গানা প্রদেশের জঙ্গমে একটি মোবাইল ফোনের টাওয়ারের ডগায় উঠে প্রিয় তারকার সঙ্গে দেখা করার বাসনা জানিয়েছে এক উন্মাদ ভক্ত। ‘বাহুবলী’ তারকা প্রভাসের সঙ্গে দেখা করতে চান তিনি। আর এ জন্য সেখান থেকে লাফিয়ে পড়ার হুমকি দিয়েছেন তিনি।

অনলাইনে ও স্থানীয় টিভি চ্যানেলগুলোতে ওই ভক্তের টাওয়ারে ওঠার ছবি প্রকাশিত পেয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বুধবার (১১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

তবে ওই ব্যক্তিকে কীভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে তা জানা যায়নি। পাগলা ভক্তের এমন কাণ্ডের কথা প্রভাসের কানে পৌঁছেছে কিনা তাও স্পষ্ট নয়।
সম্প্রতি ‘সাহো’ সিনেমার জন্য একটি হোর্ডিং ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক ভক্তের মৃত্যু হয়েছে। এটি মুক্তির আগে হায়দরাবাদে প্রভাসকে দেখতে জড়ো হয় এক লাখ ভক্ত।

উল্লেখ্য, সুজিত পরিচালিত ‘সাহো’ ভারতসহ বিভিন্ন দেশ মিলিয়ে বক্স অফিসে ৪০০ কোটি রুপি আয় করেছে। তবে ‘বাহুবলী’র মতো সমালোচকদের মন জয় করতে পারেনি এই সিনেমা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি